দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে তা বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনমত গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে লিফলেট বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) খাগড়াছড়ি শহরের ভাঙ্গাব্রিজ, শহীদ কাদের সড়ক, মহিলা কলেজ ও পানখাইয়াপাড়ায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গাব্রিজ এলাকায় খাগড়াছড়ি পৌর বিএনপি ও জেলা যুবদল, শহীদ কাদের সড়ক এলাকায় জেলা স্বেসেবক দল, মহিলা কলেজ এলাকায় জেলা মহিলা দল ও পানখাইয়া পাড়া সড়কে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিভিন্ন দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন তারা।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে জনমত গড়ে তুলত লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, খাগড়াছড়ি পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, খাগাড়ছড়ি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, সদস্যসচিব হৃদয় নুর, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিটন রানি ত্রিপুরা ও সাধারণ সম্পাদক সুরজিনা চাকমা প্রমুখ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন