কুমিল্লার মেঘনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ সংশ্লিষ্ট আইন মানছে না নৌকা প্রার্থীর সমর্থকরা।
ইতোমধ্যে নৌকার দুই সমর্থককে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ভাওরখোলা কদমতলী এলাকায় নৌকা প্রার্থীর সমর্থনকারী, আবুল কালাম ও মোহাম্মদ কবির হোসেন নামে এই দুজনকে আলোকসজ্জা করা, তোরণ নির্মাণ এবং লাউড স্পিকারের মিউজিক বাজানোর জন্য দুটি মামলা করা হয়।
দেখা যায় ব্যানারের নির্ধারিত সাইজের চেয়ে অধিক বড় ও নেতাদের ছবি যুক্ত ব্যানার, বিভিন্ন জায়গায় কালার ব্যানার, মেঘনার প্রতি ঘরে ঘরে সবুজ ও লাল কালারের তারা যুক্ত স্টিকার লাগানো হয়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
মন্তব্য করুন