সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের সুমায়ন হোসেন প্রায় এক মাস আগে নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে নিকট আত্মীয়স্বজনসহ আশপাশের জেলা-উপজেলাতে খোঁজ নিয়েও কোনো হদিস মেলেনি তার।
এ ঘটনায় সুমায়নের পিতা গোলাম মোস্তফা সরদার আশাশুনি থানায় গত ২৯ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং ১৩৬৮।
থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি ও পরিবারের সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর প্রতিদিনের ন্যায় সুমায়ন হোসেন বুধহাটা বাজারের উদ্দেশে রওনা হয়। সেখান থেকে সে আর বাড়িতে ফেরেননি। কয়েকদিন ধরে সুমায়নের পরিবার বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও না পেয়ে ২৯ নভেম্বর আশাশুনি থানায় একটি মিছিং ডায়েরি দায়ের করে। তার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা ০১৯২৩ ৮৩৩ ৪৪৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
মন্তব্য করুন