জয়পুরহাট কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম এবং যাত্রী আব্দুস সোবহান নামে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই থানার পশ্চিম পাশে টিঅ্যান্ডটি সংলগ্ন পুলিশ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান (৬০) এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী তেলবাহী লরি যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে তা ছিটকে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ ভ্যানযাত্রী নিহত হয়। অটোভ্যানের অন্যান্য গুরুতর আহত যাত্রীদের স্থানীয়রা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালাই থানার ওসি ওয়াসীমুল বারী বলেন, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন বেশ কয়েকজন। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।
মন্তব্য করুন