নরসিংদীর মনোহরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলে মেরে সমান বানিয়ে’ দেওয়ার হুমকি দিয়েছেন নাদিম মাহমুদ নামে এক ছাত্রলীগ নেতা। ওই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষে মামলা দায়ের করা হয়। পরে মামলার ভিত্তিতে মনোহরদী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নাদিম মাহমুদ উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং কেরানীনগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে স্থানীয় কোচেরচর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পক্ষে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নৌকার পক্ষে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে নাদিম মাহমুদ বলেন, ‘আমাদের ভেতর থেকে যদি কেউ বীরুর (স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু) নির্বাচন করেন তাহলে একদম সমান বানিয়ে ফেলব। কারও অস্তিত্ব থাকবে না।’
এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘নির্বাচন কমিশনের করা মামলায় এবং এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার রাত ৩টায় নাদিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাসিবা খান বলেন, ‘নাদিম মাহমুদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন