দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অস্থায়ী কার্যালয় ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেনের বাসার নিচ তলায় ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিনের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা চলছিল। এ সময় টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরবসহ ১০-১২ জন ছাত্রলীগকর্মী হামলা চালায়। কার্যালয়ের ভেতরে থাকা আওয়ামী লীগ নেতা কাইয়ুম মাস্টার ও ছাত্রলীগ নেতা রিপনসহ কর্মী-সমর্থকদের মারধর করে আহত করেন। পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থীর অন্যান্য কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
গাজীপুর সিটি করপোরেশন ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বলেন, আমরা ট্রাক প্রতীকের কমিটি নিয়ে কথা বলছিলাম। এ সময় নীরব কয়েকজনকে সাথে নিয়ে আমাদের ওপর হামলা চালায়। নেতাকর্মীদের মারধর করে আহত করে।
টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন