ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় চাচার হাতে কিশোর ভাতিজা খুন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুষ্টিয়ার ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে নবম শ্রেণির শিক্ষার্থী সুমন আলী (১৫) নামে এক কিশোর আপন খালাতো চাচার হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই সোহাগ বাদী হয়ে ভেড়ামারা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানান, মাধবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নিহত সুমনের পিতার খালাতো ভাই আল আমিন (২৫) ও আলিম (২৩) বাঁশবাগানে মোথা তুলতে থাকে। এ সময় সাদুল্লার ছেলে সুমন আলী (১৫) তাদের বাধা দিতে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সুমনকে তারা শাবল দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুরে সে হাসপাতালে মারা যায়।

সুমনের পিতা মো. সাদুল্লা বলেন, রোববার দুপুরে কাজ শেষে বাড়ি ফিরে দেখি, বাড়ির পাশে বাঁশবাগানের মধ্যে হট্টগোল হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার আপন খালাতো ভাই আলামিন, আলিম ও তার সহযোগীরা আমার বাঁশবাগানে মোথা তুলছে। আমার ছেলে সুমন তাদের মোথা উঠাতে নিষেধ করে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। আমি ঠেকাইতে গেলে আমাকেও মারধর করে।

পরে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সুমনের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ৯টায় সুমন মারা যায়।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, নিহতের ভাই সোহাগ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আসামিরা পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে : আইনমন্ত্রী

তাঁতীবাজার সড়ক অবরোধ / গান-কবিতায় বেগবান হচ্ছে জবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

প্রথম কার্য দিবসে কী করবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

এসিআইয়ে অভিজ্ঞতা ছাড়া চাকরি, আছে বিদেশ ভ্রমণের সুবিধা

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

১০

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

১১

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

১২

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

১৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

১৪

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১৫

পুলিশি বাধায় সড়কেই বসে পড়ল জবি শিক্ষার্থীরা

১৬

আকর্ষণীয় বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নেবে সিপিডি

১৭

যমুনায় পানি কমায় ব্রহ্মপুত্রে ভাঙন

১৮

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

১৯

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২০
X