গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি জঙ্গল থেকে ছাব্বির মিয়া (১১) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভূতমারা বাজার সংলগ্ন আলাই নদীর বাঁধের একটি জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
ছাব্বির মিয়া ওই ইউনিয়নের দুর্গাপুর (পশ্চিমপাড়া) গ্রামের আনিছুর রহমান খুরুর ছেলে ও রাঘবপুর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
স্বজনরা জানায়, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে হঠাৎ করে ছাব্বির মিয়া নিখোঁজ হয়। এরপর তার সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয়। পরে জঙ্গলে গলায় শার্ট পেঁচানো অবস্থায় ওই কিশোরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় পাশে একটি বস্তা ও জ্যাকেট পড়ে ছিল।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি রাকিব হোসেন বলেন, খবর পেয়ে ছাব্বির হোসেন নামের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন