বিএনপি ভ্রান্ত রাজনীতির কারণে এখন দিশাহারা। দিশাহারা ব্যক্তি বা গোষ্ঠী কী বলে আর না বলে তা আমলে নেওয়ার কিছু নেই। বিএনপির এখন পাগলের প্রলাপ বকা ছাড়া আর কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।
তিনি বলেন, নির্বাচনের অর্ধেক ধাপ পেরিয়ে গেছে। ৭ জানুয়ারি নির্বাচনের মাধম্যে পূর্ণভাবে তা শেষ হবে। এই অবস্থায় বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তাদের এই ভ্রান্ত রাজনীতির কারণে হতাশা থেকে অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কুষ্টিয়ার উন্নয়নে তারুণ্যের প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে কোনো প্রস্তুতি আছে কি না এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি এখন আর কোনো রাজনৈতিক দলে নেই, সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা এখন ভাবছে, তারা হয়তো নির্বাচন বানচাল করতে পারবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু অর্জন করা যায় না। ১৩-১৪ সালে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপিকে খেসারত দিতে হয়েছিল। আবার যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে বিএনপি ও তার নেতাকর্মীদের খেসারত দিতে হবে।
মন্তব্য করুন