দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করবেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার জামালপুরের জেলা প্রশাসক শফিউর রহমানের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় ডা. মুরাদ হাসানকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দুইবারের আ.লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. মুরাদ হাসান। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য পরে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সমালোচনার মুখে পড়ে ২০২১ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে জামালপুর জেলা আ.লীগসহ দলের বিভিন্ন স্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
মন্তব্য করুন