কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। পরে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউসার হামিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার উপস্থিত ছিলেন।
এর আগে প্রত্যুষে ৩১ তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়। পরে ভোর সাড়ে ৬টায় উপজেলা শহীদ বেদিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
মন্তব্য করুন