মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাকিব আল হাসানও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই জেলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলের ডালা নিয়ে শহীদ বেদিতে উপস্থিত হয়। এর আগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
এদিক শ্রদ্ধা নিবেদনের পর সাকিব আর ভক্তদের সঙ্গে সেলফিতে অংশ নেয়।
এ ছাড়া দিনের কর্মসূচির মধ্যে আছে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা ও দোয়া মাহফিল।
মন্তব্য করুন