বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের জনসংযোগের সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার (১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ঈদুল আজহা পরবর্তী গণসংযোগ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান শনিবার দুপুরে নৌপথে তার নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এর অষ্টগ্রাম উপজেলায় যান। সেখানে অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানিয়ে অষ্টগ্রাম উপজেলা সদরের বিএনপি কার্যালয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে অষ্টগ্রাম সদর রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় দু'পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান বলেন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিরো পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম বাজারের কাছে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ বিএনপির ১০ থেকে ১২ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যামুয়েল সাংমা ও অষ্টগ্রাম থানার ওসি মুর্শেদ জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা কল ধরেননি।
মন্তব্য করুন