কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে রেল দুর্ঘটনায় টাক্সফোর্সের অভিযান শুরু

গাজীপুরে রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ট্রেন। পুরোনো ছবি
গাজীপুরে রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ট্রেন। পুরোনো ছবি

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বন খড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেললে ইঞ্জিনসহ সাত বগি লাইনচ্যুত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে রেলওয়ে গঠিত তদন্ত কমিটি। এ ছাড়া জড়িতদের শনাক্তে পুলিশ, র‌্যাব, বিজিবি ও স্থানীয় প্রশাসনের গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করছেন।

সকালে রেলপথ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইমাম আলী রেজার নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে সরেজমিনে সবার সঙ্গে কথা বলেছেন। নাশকতাকারীরা রেললাইনের ২০ ফুট কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয় বলে মনে করছেন পুলিশ ও স্থানীয় প্রশাসন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রেলওয়ে বিভাগের। এ ঘটনায় রেলওয়ে বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও স্থানীয় প্রশাসনের গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন বিজিবির গাজীপুর-৬৩ ব্যাটালিয়নের অধিনায়ক রফিকুল ইসলাম।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনখড়িয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ রেললাইনের মেরামত কাজ শেষ করে ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বলাকা কমিউটার ট্রেন মেরামত করা রেললাইন অতিক্রম করেছে। এর আগে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ওই স্থান অতিক্রম করে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী ৩টি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। উল্লেখ্য, দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-ঢাকা রেল সড়কের ৬০০ ফুট রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পরে রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল রেললাইন মেরামত অংশগ্রহণ করেন। তাদের প্রচেষ্টায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। রেল চলাচল চালু করা হলেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪টি বগি ও ইঞ্জিন রেল সড়কের দুপাশে পড়ে রয়েছে। এ ঘটনায় এক রেলযাত্রী নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিডি নিয়ে পুলিশ পরিচয়ে অভিনব প্রতারণা, গ্রেপ্তার ১

‘জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে দেশ বিভক্তের ষড়যন্ত্র চলছে’

অবশেষে গাজায় যুদ্ধবিরতি

এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

এই ঘটনার অবশ্যই বিচার হবে : আসিফ নজরুল

দেড়যুগের কারাজীবনের অবসান / লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্নপূরণ করল নভোএয়ার

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী

যুবদলে হাইব্রিড ও দুর্বৃত্তদের স্থান নেই : শরীফ উদ্দিন জুয়েল

১০

ঢাবি শিক্ষার্থীদের স্মার্টকার্ড সমস্যা সমাধানে উপাচার্যকে স্মারকলিপি 

১১

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই দিল জনতা

১২

প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি 

১৩

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

১৪

যশোরে খেজুর গুড়ের মেলা শুরু

১৫

এলইডি স্ক্রিনে কেন ভেসে উঠছে জয় বাংলাসহ বিভিন্ন লেখা

১৬

বিমানবন্দরে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

১৭

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শনিবার

১৮

এইচএমপিভি সংক্রমণ রোধে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের যা মানতে হবে

১৯

সেন্টমার্টিনে ভয়াবহ আগুন পুড়ল ৩ রিসোর্টের ২৬ কক্ষ, তদন্ত কমিটি গঠন

২০
X