রাঙামাটির সাজেকের খাস্রাং হিল রিসোর্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সফর উপলক্ষে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি জানান, সোমবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রপতির সফর সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের সাজেক সফরে যেতে নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।
রাঙামাটির জেলা প্রশাসক জানান, সাজেকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে, সার্বিক নিরাপত্তা বিবেচনায় ১৮-২২ ডিসেম্বর পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, রাষ্ট্রপতির সাজেক ভ্রমণের কথা রয়েছে। যার কারণে আগামী ১৮-২২ ডিসেম্বর সাজেকের কর্টেজগুলো রিকুইজিশন করা হয়েছে। এটি সম্ভাব্য তারিখ। যার কারণে আমরা ১৮-২২ তারিখের পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছি।
মন্তব্য করুন