বগুড়া ব্যুরো ও কাহালু প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

হামলার ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ছবি : কালবেলা
হামলার ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ছবি : কালবেলা

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা এবং তার কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে কাহালু উপজেলার তিনদিঘি এলাকায় পিলকুঞ্জ এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

আহতরা কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওই ঘটনায় থানায় মৌখিক অভিযোগ দেওয়া হলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডা. জিয়াউল হকের কর্মীদের অভিযোগ, বিএনপির সাবেক এমপি মোশাররফ হোসেনের কর্মী ও স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়েছে।

জানা যায়, বগুড়া-৪ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক দীর্ঘদিন নিজ দলে উপেক্ষিত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি গত ২৯ নভেম্বর তার মনোনয়নপত্র দাখিল করেন। তারপর থেকেই তিনি তার কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে গণসংযোগ শুরু করেন।

ডা. জিয়াউল হকের সঙ্গে থাকা মাসুদ রানা নামে একজন জানান, সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের একটি মাইক্রোবাস নিয়ে তারা কাহালু উপজেলার কর্ণিপাড়ায় গণসংযোগ শুরু করেন। বিকেল পৌনে ৪টার দিকে তারা তিনদিঘি এলাকায় পিলকুঞ্জ পৌঁছার পর স্থানীয় বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসএস পাইপ, লাঠি এবং রামদা নিয়ে তাদের মাইক্রোবাসের গতিরোধ করেন। এরপর তারা মাইক্রোবাসের জানালার কাঁচ ভেঙে সাবেক সংসদ সদস্যকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি এবং সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন মোহন ও মাইক্রোবাসের চালকসহ অন্তত চারজন আহত হন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

অন্যদিকে ভাঙা কাঁচের টুকরায় ডা. জিয়াউল হকের চোখের নিচের অংশ কেটে যায়। চিকিৎসার জন্য তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিয়েছি।’

ডা. জিয়াউল হক মোল্লা জানান, বিএনপি নেতা মোশারফের উচ্ছৃঙ্খল কিছু লোকজন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এদিকে রাখাল মাসুদ ও সাবেক ছাত্রদল নেতা মোহন ফেসবুক লাইভে এসে হামলার বর্ণনা দেন। তারা ফেসবুক লাইভে হামলাকারী হিসেবে বেশ কয়েকজন বিএনপির নেতার নাম উল্লেখ করেছে।

এ ব্যাপারে সাবেক এমপি মোশারফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, ওই ঘটনায় কেউ মামলা করেনি। তবে মৌখিক অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

আজকের নামাজের সময়সূচি

শহীদ আমিনুলের সন্তানদের দায়িত্ব নিল ইত্তেফাকুল উলামা

রোববার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

১০

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

১১

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

১২

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

১৩

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১৪

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১৫

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১৬

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১৭

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৮

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৯

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

২০
X