রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল পুড়ে ছাঁই হয়ে গেছে। মোটরসাইকেলটির মালিক নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সোহেলের বলে জানা যায়।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলা শহীদ মিনার চত্বর ডরমেটরি এলাকায় বিমলের চা দোকানের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নানিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে মোটরসাইকেলটি। আগুন লাগানোর বিষয়টি কে বা কারা করেছে কেউ বলতে পারছে না।
এই অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক সোহেল। তিনি জানান, শুক্রবার রাত ১১টায় মোটরসাইকেলটি স্থানীয় একটি দোকানে তালাবদ্ধ (লক) করে রেখে বাসায় চলে যাই। সকালে গাড়িটি পোড়া অবস্থায় পেয়েছি। এটা আমার সাথে ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটানো হয়েছে। গতকাল আমার সাথে বিমলের চায়ের দোকানে রাত সাড়ে ১২টার সময় নানিয়ারচর খামারপাড়া এলাকার একজন ছেলের সাথে মোটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটা হয়। আমার গাড়ি পোড়ানোর বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নিব।
এ ব্যাপারে নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ দিলে দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন