মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের চেয়ে স্ত্রী-সন্তানের সম্পদ বেশি

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। সৌজন্য ছবি
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। সৌজন্য ছবি

কুমিল্লা-১১ (সদর) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে এবারও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তিনি।

হলফনামার তথ্য বলছে, মুজিবুল হকের সম্পদের চেয়ে তার স্ত্রী হনুফা আক্তার ও ছেলেমেয়েদের অর্থসম্পদ বেশি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, মুজিবুল হকের বার্ষিক আয় ১৬ লাখ ১৭ হাজার ৩০০ টাকা। এর মধ্যে সংসদ সদস্য হিসেবে সম্মানীভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং আয়কর আইনজীবী হিসেবে প্রাপ্ত পেশাগত আয় ১৪ লাখ ১১ হাজার ৩০০ টাকা। বাসাভাড়া দুই লাখ টাকা ও কৃষি খাত থেকে আয় ছয় হাজার টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নগদ টাকা আছে চার লাখ ৩২ হাজার ৮১০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা তিন লাখ ৯৯ হাজার ৮৯০ টাকা। তার ৭২ লাখ ৩২ হাজার ৭৫৩ টাকা মূল্যের একটি মোটরগাড়ি আছে। সোনাসহ অন্যান্য মূল্যবান জিনিস আছে ৯৩ হাজার টাকার।

স্থাবর সম্পদ হিসেবে কৃষিজমি রয়েছে এক দশমিক ৩৩ একর, যার মূল্য দেখানো হয়েছে ছয় লাখ ৯৮ হাজার ৯৬৪ টাকা। অকৃষিজমি রয়েছে দশমিক ১৬ একর। তার দাম ধরা হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৪০০ টাকা।

মুজিবুল হকের নামে এক কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৫৪২ টাকা মূল্যের দুটি আবাসিক দোতলা ভবন ও একটি বাণিজ্যিক ছয়তলা ভবন রয়েছে। এছাড়া রয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৩ হাজার টাকার একটি অ্যাপার্টমেন্ট।

অন্যদিকে হলফনামায় স্ত্রী হনুফা বেগমের নামে থাকা সম্পদ বিবরণীতে দেখা গেছে, মুজিবুল হকের চেয়ে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি। তার নগদ টাকা রয়েছে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১১ লাখ ৯৮ হাজার ৪৯৪ টাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে শেয়ার ক্রয় ও জীবন বীমায় ৬৯ লাখ ৬৩ হাজার টাকা। স্থায়ী আমানত ৯ লাখ ৭৭ হাজার ৮৩৭ টাকা। সোনা রয়েছে ৮৭ ভরি। ক্রোকারিজ সামগ্রী রয়েছে ২০ হাজার টাকার। জমি রয়েছে দশমিক ৫০১ একর, যার মূল্য ১৯ লাখ ২২ হাজার ৪৫৮ টাকা।

এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৫৮ টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে হনুফা আক্তারের। এ ছাড়া ছেলেমেয়েদের নামে দুই কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকার সম্পদ হলফনামায় উল্লেখ করেছেন নৌকার এ প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইলচেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X