ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত কয়েক দিন বৃষ্টিপাতের সঙ্গে আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বৃষ্টিপাত হলেও শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বৃষ্টি থেমে গেছে। এখন আকাশ মেঘলা হয়ে আছে।
তবে মেঘ ধীরে ধীরে কেটে গিয়ে শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে রোদ উঠতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় চুয়াডাঙ্গায় মোট বৃষ্টিপাত হয়েছে ৩৩.৬ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার চুয়াডাঙ্গায় সকাল ৬টা ও সকাল ৯টায় তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন