কিশোরগঞ্জের কটিয়াদীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. এস এম জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত মো. এস এম জাকির হোসেন কটিয়াদী উপজেলা ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কটিয়াদী উপজেলা ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এস এম জাকির হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন