ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরবেলা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অঞ্চলে মাঝারি কিংবা ভারি বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা এবং সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) এ জেলায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এরপর শীত পড়বে।
মন্তব্য করুন