দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা বিএনপি। বহিষ্কৃতরা হলেন রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন সেলিম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. সামছুল আলম মানিক। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) অ্যাডভোকেট মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
দলের একটি সূত্র জানিয়েছে, বিএনপির এ দুই নেতা সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান থেকে বহিষ্কৃত আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের ঘনিষ্ঠ। শাহজাহান ওমর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান। রোববার দুপুরে শাহজাহান ওমর তার রাজাপুরের বাসায় গেলে ওই দুই বিএনপি নেতা তার সঙ্গে বৈঠক করেন। বিষয়টি জানতে পেরে দল থেকে তাদের বহিষ্কার করা হয়।
এদিকে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, রাজাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল আলম মানিক ফেসবুক লাইভে শাহজাহান ওমরের পক্ষে নৌকার নির্বাচন করার কথা বলেছেন। আর যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন সেলিম শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনী বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন। তাই তাদের দুজনের বিরুদ্ধে জেলা বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন।
মন্তব্য করুন