আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে মহৌষধি তুলসী

তুলসি গাছ। ছবি : কালবেলা
তুলসি গাছ। ছবি : কালবেলা

এক সময়ে চিকিৎসার প্রয়োজনে গ্রামবাংলায় গুরুত্ব ছিল নানা ঔষধি গাছের। সময়ের ব্যবধানে আর বিজ্ঞানের উৎকর্ষের ছোঁয়ার এসব ঔষধি গাছের কদর কমেছে। এসব ঔষধি গাছের মধ্যে অন্যতম নানা গুণে সমৃদ্ধ মহৌষধি গাছ তুলসী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আজ অবহেলার ফলে বিলুপ্তির পথে। রোগবালাই নিরাময়ে প্রাচীনকাল থেকেই এই তুলসীগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।

স্থানীয়রা বলছেন, উপজেলার কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ছাড়া তুলসী গাছ আগের মতো এখন আর দেখা যায় না। কোনো এক সময় এই জনপদের বনবাদাড়ে, রাস্তার ধারে ও বসতবাড়ির আঙিনায় দেখা মিলতো তুলসী গাছের। সময়ের পরিক্রমায় আর এলোপ্যাথি চিকিৎসার উৎকর্ষে বিলুপ্ত হয়ে পড়ছে তুলসীসহ নানা ঔষধি গাছ। গ্রাম-গঞ্জে আগের মতো ঔষধি গাছ আর লাগানো ও পরিচর্যা করতেও এখন আর তেমন দেখা যায় না।

উপজেলার কান্দুঘর গ্রামের হেকিম (কবিরাজ) আবদুল হান্নান বলেন, আমার দাদা এক সময় গ্রামের আনাচে-কানাচে জন্মানো ঔষধি গাছ দিয়ে মানুষের নানা রোগ নিরাময় করতেন। আমার বাবাও এ পেশায় জীবন পার করেছেন। বংশ পরম্পরায় আমিও এই পেশাতেই আছি। তবে এখন আর আগের মতো সহজলভ্য নয় ঔষধি গাছ। তা ছাড়া মানুষের এখন এলোপ্যাথি চিকিৎসার প্রতি আগ্রহী বেশি। এতে করেও বনাজী গাছগাছালি অবহেলিত হয়ে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এলোপ্যাথি চিকিৎসার অগ্রগতি ও হারবাল চিকিৎসা প্রসারিত না হওয়ায় দিন দিন তুলসীসহ আরও অনেক ঔষধী গাছ বিলুপ্ত হয়ে পড়ছে।

জানা গেছে, মহৌষধি গাছ তুলসী একটি ঘন শাখা-প্রশাখা বিশিষ্ট ২/৩ ফুট উঁচু চিরহরিৎ প্রজাতির গুল্ম। এটি একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসেবে সমাদৃত। ব্রহ্মবৈবর্তপুরাণে তুলসীকে ‘সীতাস্বরূপা’, স্কন্দপুরাণে ‘লক্ষীস্বরূপা’, চর্কসংহিতায় ‘বিষ্ণুপ্রিয়া’, ঋগবেদে ‘কল্যাণী’ বলে আখ্যায়িত করা হয়েছে। এটি নানা রোগ নিরাময়ে আদিকাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।

ইউনানি চিকিৎসকদের তথ্য মতে, তুলসীর রয়েছে নানা ঔষধি গুণ। এর পাতা, ফুল ও ফলের একটি ঝাঁঝালো গন্ধ আছে। সর্দি ও দীর্ঘদিনের খুসখুসে কাশিতে কিছু তুলসী পাতা গরম পানিতে জ্বাল দিয়ে নির্যাস বের করে নিয়ে সামান্য আদা ও মধু দিয়ে খেলে সর্দি-কাশি ও জ্বর ভালো হয়। তুলসীর এই নির্যাস খেতে হবে পাঁচ থেকে সাত দিন তিন বেলা করে। শিশুর সর্দি-কাশিতে চার থেকে ১০ ফোঁটা তুলসী পাতার রসের সঙ্গে তিন থেকে পাঁচ ফোঁটা মধু মিশিয়ে তিন বেলা খাওয়ালে সর্দি-কাশি দুই তিন দিনের মধ্যে ভালো হবে। ব্রংকাইটিস ও ডাইরিয়াতে ভালো ফল দেয় তুলসী। গরমে কেউ না ঘামলে ঘাম ঝরাতে ভূমিকা রাখে তুলসী। এসব ক্ষেত্রে তুলসীর পাতা প্রতিদিন তিন থেকে পাঁচটি খেতে হবে কয়েক সপ্তাহ ধরে।

মহৌষধি তুলসীর রয়েছে আরও নানা গুণ। সাধারণ জ্বর, ঠান্ডা ও কাশির তীব্রতা কমাতে তুলসি পাতার রসের জুড়ি নেই। মুখের দাগের আধিক্য কমাতে তুলসির রস মাখলে আস্তে আস্তে সেই দাগের পরিমাণ কমে আসে। তুলসি পাতা দিয়ে চা বানিয়ে খেলে নানান ধরনের রোগের উপশম সম্ভব। তুলসি গাছের শিকড় খেলে যৌন দুর্বলতা সেরে যায়। সকালে খালিপেটে পানির সাথে তুলসির রস মিশিয়ে খেলে হৃদরোগের উপকার পাওয়া যায়।

এ ছাড়াও ত্বকের ব্রণ সমস্যায় ও ব্রণের দাগের সমস্যায় নিয়মিত তুলসি পাতা বেটে মুখে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই ব্রণ ও ব্রণের দাগ সেরে যায়। দাদের সমস্যায় তুলসির রস মেখে দিলে ব্যথা উপশম হয়। নিয়মিত তুলসি পাতার রস খেলে মাংসপেশি ও হাড় ভালো থাকে। নিয়মিত তুলসি পাতার রস খালি বা পানির সাথে মিশিয়ে খেলে রক্তের বিষাক্ত উপাদান হ্রাস পায়। গায়ের কোনো অংশ পুড়ে গেলে সে স্থানে তুলসির রস লাগালে আরাম বোধ হয় ও ইনফেকশন রোধ করে। নিয়মিত তুলসির রস সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ঘরের মধ্যে বিষাক্ত বাতাস থাকলে তুলসি গাছ তা সহজেই দূর করে দেয়। নিয়মিত তুলসির সেবন কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। তুলসি রক্তে ইউরিক এসিডের মাত্রা বাড়তে দেয় না।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি মেডিকেল অফিসার সোহেল রানা কালবেলাকে বলেন, তুলসী একটি মহামূল্যবান ঔষধি গাছ। এটি দিয়ে মানবদেহের নানা কঠিন ও জটিল রোগের চিকিৎসা করা হয়। ইউনানি ঔষধ তৈরি করতে এই গাছটির বড় ভূমিকা রয়েছে। তবে সাধারণ মানুষের কাছে অবহেলিত এই তুলসীগাছ বিলুপ্ত হতে চলেছে। এই মহামূল্যবান ঔষধি গাছটি টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। প্রতিটি বাড়ির আঙিনায় তুলসীগাছ লাগানো উচিৎ। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভেষজ বাগানে এই ঔষধি গাছটি সংগ্রহীত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপকর্ম ঢাকতে সেই ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধন

নিরাপদ সড়ক আন্দোলনে যড়যন্ত্র / আমীর খসরুসহ ৫ জনকে খালাস

রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

বগুড়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন জুঁই

বড়বোনকে না পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট যেন ‘ওপেন সিক্রেট’

অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ১

জামালপুরে ১১ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বর্ষবরণ উদ্‌যাপন করলেন বাংলাদেশিরা

তিন মন্ত্রণালয়কে উপদেষ্টার জরুরি নির্দেশনা

১০

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

১২

ঘুণপোকা ধরা রাজনীতির চেয়ার সংস্কার প্রয়োজন : ব্যারিস্টার ফুয়াদ

১৩

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: আসিফ

১৪

তীব্র গরম থেকে কবে মিলবে মুক্তি, জানাল আবহাওয়া অফিস

১৫

কানাডায় উৎসব চলাকালীন গাড়িচাপায় বহু হতাহত

১৬

স্কুল ভবনের ছাদে বোমাসদৃশ বস্তু, কারণ খুঁজছে পুলিশ

১৭

বিকেলে জরুরি সভায় বসছে বিসিবি

১৮

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৯

বিশ্বে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন হচ্ছে বাংলা নববর্ষ 

২০
X