ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বেড়েছে। ফলে সাধারণ দিনগুলোর তুলনায় টোল আদায়ও হয়েছে বেশি।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ। এ সময়ে সেতু দিয়ে ৪২ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। যেখানে স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২৬ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৪ হাজার ৮১৭টি ও ঢাকামুখী লেনে চলেছে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন। মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি।
পূর্ব টোল প্লাজায় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজায় ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা আদায় হয়েছে। সব মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা আদায় হয়েছে। তবে স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু থেকে দেড় থেকে দুই কোটি টাকা টোল আদায় হয় বলে জানান পাভেল।
মন্তব্য করুন