কিশোরগঞ্জের হোসেনপুরে স্বল্প পুঁজির এক দরিদ্র মুদি দোকানি স্থানীয় এক মৃত ব্যাক্তির আমানতকৃত সমুদয় টাকা ফেরত দিয়ে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে সর্বমহলে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাতে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে উত্তর রহিমপুর গ্রামের মো. আব্দুল খালেক ( ৮৫) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। তিনি গত দুই মাস আগে উপজেলার রামপুর বাজারের প্রবীণ ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. বোরহান উদ্দিনের কাছে কোনো সাক্ষী ছাড়াই ১৫ হাজার টাকা আমানত রাখেন। হঠাৎ আমানতকারী খালেকের মৃত্যু সংবাদ পেয়ে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে প্রয়াত আব্দুল খালেকের বাড়িতে উপস্থিত হন বোরহান। পরে মরহুমের ছেলে মো. আবু বক্কর, মো. সুরুজ আলী, ওমর ফারুক, মো. হযরত আলী ও পিয়াছ আলীসহ দুই বোনকে ডেকে নগদ ১৫ হাজার টাকা বুঝিয়ে দেন। বোরহানের এমন সততা দেখে প্রয়াত খালেকের পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীও হতবাক হয়েছেন। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মুদি দোকানি বোরহান উদ্দিন জানান, মরহুম আব্দুল খালেক গত দুই মাস পূর্বে আমার কাছে ১৫ হাজার টাকা গচ্ছিত রেখেছিলেন। আমি ওনার মৃত্যুর কথা শুনে শুক্রবার মরহুমের বাড়িতে এসে তার ছেলে-মেয়েদের হাতে আমানতের ওই ১৫ হাজার টাকা বুঝিয়ে দেই। ফলে ঋণ মুক্ত হয়ে শান্তি পাচ্ছি আমি।
তিনি আরও জানান, এ আমানতকৃত টাকার কথা আমি ছাড়া কেউই জানত না।
এ ব্যাপারে উপজেলার রামপুর বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল জানান, ক্ষুদ্র ব্যবসায়ী বোরহান দীর্ঘ দিন ধরে এ বাজারে সততার সঙ্গে ব্যবসা করে আসছেন। তার এমন সততা দেখে আমরাও গর্বিত। আমানতের টাকা ফেরত দিয়ে বোরহান বিরল নজির সৃষ্টি করেছেন।
মন্তব্য করুন