গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার দুর্নীতিটাই শুধু দেখলেন’

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গোয়ালন্দে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ৪ মাসের বেতন বিলে স্বাক্ষর করতে লাখ টাকা ঘুস দাবির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদেরের বিরুদ্ধে।

বিষয়টির প্রতিকার চেয়ে ২০ নভেম্বর ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, ৬ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান শিক্ষক বরাবর পদত্যাগপত্র জমা দেন। ফলে ওই বিদ্যালয়ের সাধারণ ও ভোকেশনাল শাখার সর্বমোট ২৫ জন শিক্ষক-কর্মচারীরা ৪ মাস ধরে বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না। পরে শিক্ষকরা ইউএনওর মাধ্যমে জানতে পারেন সভাপতির পদত্যাগ পত্রটি গৃহীত হয়নি। এ অবস্থায় প্রধান শিক্ষকের কাছে বিলে স্বাক্ষর করার অনুরোধ করলে তিনি সভা ডেকে শিক্ষক-কর্মচারীর কাছে ১ মাসের বেতনের টাকা (প্রায় ৬ লাখ) দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেতন-ভাতার বিলে স্বাক্ষর না করে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেন।

গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের ২৫ জন শিক্ষক-কর্মচারীর চার মাস ধরে বেতন বন্ধ। এতে তার দুর্বিষহ জীবনযাপন করছেন। এদিকে নভেম্বর মাসের ১৬ তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেন এবং সর্বশেষ নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের বলেন, সারা দেশে এত দুর্নীতি হয় সেগুলো চোখে দেখেন না, শুধু আমারটাই দেখলেন। স্কুল পরিচালনা কমিটি সভাপতি পদত্যাগ করেছেন সেই পত্রটি শিক্ষা বোর্ডে গৃহীত হয়েছে কিনা, সে বিষয়ে আমি এখনো স্পষ্ট নই। এই মর্মে শিক্ষা বোর্ড থেকে আমি কোনো পত্র পাইনি। যে কারণে আমি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে সই করতে পারছি না। এ বিষয়ে আমি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, স্কুলের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ঢাকায় আছেন। সেখান থেকে এলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে ইউএনও আমাকেসহ দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ঢাকায় আছেন। উনি এলে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে।

ইউএনও জাকির হোসেন বলেন, শিক্ষকরা অভিযোগ করার পরই আমি দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X