তিন বছর আগে চট্টগ্রামের পটিয়ায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন সঞ্জয় দে (২২) ও কাঞ্চন মিত্র (৪৭)। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জিকো বড়ুয়া কালবেলাকে বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেন। রায়ের সময় আসামি সঞ্জয় দে আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি কাঞ্চন মিত্র পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৫ জুলাই পটিয়ার কেলিশহর ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির সামনের রাস্তা থেকে প্রলোভন দেখিয়ে জোর করে ধরে নিয়ে ধর্ষণ করেন দুজন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২ জানিয়ারি আদালত অভিযোগ গঠন করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মন্তব্য করুন