সিলেটে চলন্ত অবস্থায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাচ্চু মিয়া (৫৫)।
বাচ্চু মিয়া নরসিংদী জেলার মাইজের চর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি নগরীর বরইকান্দি এলাকার ১নং রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশাচালক বাচ্চু মিয়া স্ট্রোক করেই মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিবারের কাছে দুপুর লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বাচ্চু মিয়া খালি রিকশা নিয়ে চত্বরে আসা মাত্রই পড়ে যান। পরে স্থানীয়রা তাকে সড়কের পাশে নিয়ে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।
মন্তব্য করুন