নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের গাছবাড়ী রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত আকবর আলী ওরফে পাগলা আকবর (৬২) নীলফামারী পৌরশহরের বাড়াইপাড়া মহল্লার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত ছিলেন বলে জানান সৈয়দপুর রেলওয়ে থানার এসআই সাকিউল আজম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরের দিকে গাছাবাড়ী রেলক্রসিং এলাকার অদূরে দাঁড়িয়ে ছিলেন আকবর আলী। ভোর সাড়ে ৫টার দিকে নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনটি গাছবাড়ী রেলক্রসিং অতিক্রম করার সময় ওই ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরিবারের সদস্যরা জানান, সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ভোরে বাড়ি থেকে বের হয়ে যান আকবর আলী। সকালে তাকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন তারা। এরপর খবর পাওয়া যায় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে থানার এসআই সাকিউল আজম বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।’
মন্তব্য করুন