মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বড়লেখায় বাঁধ কেটে প্রভাবশালীদের পুকুর ভরাট

মাধবছড়ার এসকেভেটর দিয়ে চলছে নবনির্মিত বাঁধ কাটার কাজ। ছবি : কালবেলা
মাধবছড়ার এসকেভেটর দিয়ে চলছে নবনির্মিত বাঁধ কাটার কাজ। ছবি : কালবেলা

মৌলভীবাজার বড়লেখায় পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ইবিএ প্রকল্পের আওতাধীন মাধবছড়া খাল পুনঃখনন করে উভয় তীরে নির্মিত বাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের ক্ষিরোধ দাসের ছেলে সঞ্জিত দাস ভাড়া করা এসকেভেটর দিয়ে ছড়ার তীরের বাঁধ কেটে ট্রাক্টরে মাটি নিয়ে বসতবাড়ির পুকুর ভরাট করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কামিলপুর গ্রামের পশ্চিম উত্তর পাশের মাধবছড়ার নবনির্মিত বাঁধ এসকেভেটর দিয়ে কাটা চলছে। দুই থেকে ৩টি ট্রাক্টরে কাটা মাটি পরিবহন করা হচ্ছে।

এসকেভেটর ও ট্রাক্টর চালক রাজু মিয়া ও ফয়সল আহমদ জানান, সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের ক্ষিরোধ দাসের ছেলে সঞ্জিত দাস তাদেরকে দিয়ে বাঁধের মাটি কাটাচ্ছেন। তিনি (সঞ্জিত দাস) বলেছেন, বাঁধের মাটি কাটার জন্য তার নাকি অনুমতি রয়েছে। এখানের মাটি নিয়ে তিনি বসতবাড়ির পুকুর ভরাট করছেন।

জানা গেছে, উপজেলার মাধবছড়া খাল ভরাট হওয়ায় কয়েক বছর ধরে বর্ষায় উজানের দক্ষিণভাগ দক্ষিণ ইউপি ও সুজানগর ইউপির ৮ থেকে ১০টি গ্রামের ব্যাপক রাস্তাঘাট, বাড়িঘর ও কৃষিক্ষেত জলাবদ্ধতায় তলিয়ে যায়। উক্ত খালটি পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হাকালুকি হাওর হতে ভোলারকান্দি ভায়া কামিলপুর পর্যন্ত ৫.৮০ কিলোমিটার পুনঃখননের প্রকল্প গ্রহণ করে। দ্রুত পানি নিষ্কাশন ও উভয় তীরের বাঁধে পশুপাখির আবাসস্থল ও কৃষকের বিশ্রাম নেওয়ার জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণেরও প্রকল্প এতে সংযুক্ত রয়েছে। এতে ব্যয় ধরা হয় ৩ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৭০৮ টাকা। টিটিএসএল-জয়েন্ট ভেঞ্চার নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় ২০২২ সালের ২৮ মার্চ। গত বছরের ২৫ নভেম্বর প্রধান অতিথি হিসেবে প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। ঠিকাদারি প্রতিষ্ঠান খালের পুনঃখনন কাজ প্রায় সমাপ্ত করলেও এর উভয় তীরের বাঁধের ড্রেসিং ও গাছের চারা রোপণের কাজ এখনও শুরু করেনি। কিন্তু এরই মাঝে স্থানীয় প্রভাবশালীরা ছড়ার তীরে পুনঃখননকৃত মাটি দিয়ে নির্মিত বাঁধ কেটে মাটি নিয়ে যাচ্ছে। এতে প্রকল্পের আসল উদ্দেশ্য ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে সঞ্জিত দাস জানান, পানি উন্নয়ন বোর্ড খাল খননে অনিয়ম করেছে। তার কৃষি জমির ওপর অবৈধভাবে মাটি ফেলেছে। তার জমির ওপর ফেলা মাটিগুলোই তিনি নিয়ে যাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি। খননের মাটি দিয়ে খালের উভয় তীরে বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধের ড্রেসিং শেষে এর ওপর পশুপাখির আবাসস্থল ও বিশ্রাম এবং হাওরাঞ্চলের কৃষকের ছায়া প্রদানের জন্য গাছের চারা রোপণ করা হবে। প্রকল্পের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। কেউ যদি বাঁধ কেটে মাটি নিয়ে যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১০

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১১

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১২

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৩

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৪

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৫

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৬

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৭

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৮

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

১৯

চিকেন’স নেক নিয়ে দুশ্চিন্তায় ভারত, ভারী অস্ত্র মোতায়েন

২০
X