সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির চ্যাপ্টার ক্লোজ : শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান। ছবি : সংগৃহীত
সিদ্ধিরগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, অগ্নি সন্ত্রাস করে দেশবাসীর কাছে বিএনপি তাদের আসল চরিত্র প্রকাশ করেছে। আমি বলেছিলাম, ওরা ক্ষমতার ৫৪ হাজার কিলোমিটার দূরে। এখন বলছি তারা আর এ দুনিয়াতে কখনো ক্ষমতায় আসতে পারবে না। হিমালয় টলতে পারে, গলতে পারে, চূড়া ভেঙে যেতে পারে, কিন্তু শেখ হাসিনাকে মাথা নত করাবে, এমন শক্তি পৃথিবীতে সৃষ্টি হয় নাই। বিএনপির চ্যাপ্টার এখন ক্লোজ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশের মাটিতে বিএনপির আর কিছু করার নেই। তারা খেলায় হেরে গেছে। তাদের কৃতকর্মের কারণেই আল্লাহর গজবে তারা শেষ হবে। বিএনপির চ্যাপ্টার এখন ক্লোজ। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। যার মাধ্যমে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি ২৯টি আসন পেয়েছিল। এবার মনে হয় আরও কম পাবে। কারণ, মানুষ ভেবেছিল ওরা ভালো হয়ে গেছে। আবার আগুন সন্ত্রাস করে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বিএনপি যখন ১৯৯১ সালে ক্ষমতায় ছিল তখন আমাদের ওপর কী নির্মম অত্যাচার না করেছিল। আমাদের লোকজন কীভাবে হত্যা করা হল। আমরা কত লাশ কাঁধে নিলাম তা সবাই জানে।

শামীম ওসমান বলেন,পদ্মা সেতু নিয়ে খেলা হয়েছিল। পদ্মা সেতুতে দুর্নীতি করা হয়েছে, এমন কথা বলে বঙ্গবন্ধুর পরিবারকে চিহ্নিত করা হয়েছিল। বলা হয়েছিল এই দুর্নীতির সঙ্গে সরাসরি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা জড়িত। সেদিন জাতির পিতার কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিল, তার দলের লোক দুর্নীতি করে না। আর সেটা আদালতে প্রমাণ হয়েছে, যে তাদের কথা মিথ্যা ও বানোয়াট। শেখ হাসিনার আত্মসম্মানে যখন আঘাত লেগেছে তখন তিনি বলেছিলেন, তোমাদের এখন আমাদের দরকার নেই। আমরা নিজের টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করব। তারপরও বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে সেটা আটকানোর চেষ্টা করেছিল।

তিনি বলেন, বাচ্চা ছেলেদের দিয়ে বাসে আগুন দেওয়াচ্ছেন, বোমা মারাচ্ছেন, আগের বাংলাদেশ কিন্তু নেই। জানুয়ারিতে নির্বাচন হয়ে যাওয়ার পরে ওদের বাবা মায়েরা আমাদের কাছে এসে বলবে আমার ছেলেকে বাঁচান। আমার তাদের বাবা মায়ের প্রতি মায়া থাকবে, কিন্তু কিছু করার থাকবে না। বিএনপির ভাইদের বলতে চাই, যারা এই বাচ্চা ছেলেদের বাবা মা তাদের বলতে চাই, তাদের যখন সাজা হবে যেই নেতা ওদের মাঠে নামিয়েছে তারা কেউ থাকবে না। তারেক রহমান লন্ডনে বসে আরামে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও আদমজী জুট মিলের সাবেক শ্রমিক নেতা রিয়াজ উদ্দিন রেনু প্রমূখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

১০

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১১

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১২

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১৩

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১৪

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৫

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৬

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৭

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

১৮

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

১৯

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী

২০
X