শ্রদ্ধা ও ভালোবাসায় আজ ১৭ নভেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।
এরপর মওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।
আজ এই দিবসটি উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, দোয়া মাহফিল, ওরস, এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
এ সময় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে তার মুরিদান, ভক্ত ও অনুসারীসহ হাজার হাজার মানুষের ঢল নামতে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাসানীর ভক্ত-অনুসারীরা ছুটে আসেন। এ ছাড়াও ভাসানীর দরবার হলে খোদা-ই-খেদমতগার ও ন্যাপ ভাসানীর যৌথ উদ্যোগে আলোচনাসভা ও মারফতি মুর্শিদি মজলিশ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন