সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রাগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব।
তিনি বলেন, লিমন পরিবহন নামের বাসটি রাতে ঢাকা থেকে রওনা হয়ে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যাওয়ার পথে সুন্দ্রাগাঁও নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসের ১৬ জন যাত্রীর মধ্যে পাঁচজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
তিনি আরও বলেন, বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান। বাস উদ্ধারের চেষ্টা চলছে। বাসের মালিকপক্ষের সঙ্গে আলাপ হয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব এসে বাসটি তুলে নেওয়ার কাজ শুরু করবেন।’
মন্তব্য করুন