শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এই অর্থদণ্ড দেন। ওই ব্যক্তির নাম মো. আশরাফ আলী (২৭)। তিনি শ্রীবরদী উপজেলার বালিজুড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। সংবাদ পেয়ে বিকেলে বিজিবি, বন বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স নিয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার অপরাধে মো. আশরাফ আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তার উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া বলেন, জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন