ঝালকাঠির রাজাপুরে নসিমনের ধাক্কায় লাখি বেগম (৪২) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৮টার দিকে উপজেলার সমবায় এলাকার ৪ নম্বর আশ্রয়ণ প্রকল্পের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হন লাখি বেগম। তিনি উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. মোস্তফা সিকদারের স্ত্রী।
নিহতের ছেলে মো. শামীম সিকদার জানায়, তার মা মঙ্গলবার সকালে উপজেলার বলাইবাড়ি এলাকায় বাপের বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে সমবায় এলাকায় একটি মাছবাহী নসিমন তার মাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মায়ের মৃত্যু হয়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন