নাশকতার অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তা করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সদস্যরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ এই তথ্য জানায়।
এর আগে সোমবার (১৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম লস্কর (৪২) ও বিএনপিকর্মী আনোয়ার হোসেন (৪৫)।
পুলিশ জানায়, নাশকতার অভিযোগের মামলার তদন্তে গ্রেপ্তারদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের টঙ্গীর বিভিন্ন জায়গা থেকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন