মাগুরার মহম্মদপুরে প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে পুনরায় ভর্তি করনের ব্যতিক্রমী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০টি বিদ্যালয়ের ৩০ জন ঝরে পড়া ছাত্র-ছাত্রীকে পুনরায় ভর্তি ও শিক্ষা উপক্রমের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানস্থলেই শিশুদের নতুন ভর্তি কার্যক্রম শুরু হয়। এ সময় তাদের স্কুল ব্যাগ, বই, খাতা, জুতা ও পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকনুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। বিভিন্ন কারণে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পুনরায় ভর্তি ও স্বাভাবিক শিক্ষাজীবনে নিয়ে আসার এমন আয়োজনকে দেশে প্রথমবারের মতো বলে দাবি করেন আয়োজকরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, বাস্তবতার নানা কারণে যেসব শিশু ঝরে পড়েছিল তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এসব শিশুর মাঝেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো প্রতিভাবান ব্যক্তিত্ব। তাই কোনো শিশু যেন অকালে তার শিক্ষাজীবন না হারায় সে ব্যাপারে সবার সহযোগিতা চাই।
মন্তব্য করুন