রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তফা বাবুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোরবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে সরিষাবাড়ী উপজেলা শহরের স্টেশন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত সাংবাদিক মোস্তফা বাবুল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জামালপুর প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ ও কালের কণ্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, সাংবাদিক মোস্তফা বাবুল একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে উপজেলার চাপারকোনা এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে অটোরিকশায় ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জামালপুর শহরের ডায়াবেটিকস জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকার ইউনাইটেড হাসপাতাল রেফার্ড করা হয়। এরপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোরবার দিবাগত রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। মোস্তফা বাবুল সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করতেন।
মন্তব্য করুন