দুর্নীতির মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মালিকানাধীন একটি সিএনজি ফিলিং স্টেশনে ফিল্মি স্টাইলে হামলার অভিযোগ উঠেছে।
স্টেশন কর্তৃপক্ষের অভিযোগ, একদল মুখোশধারী একটি মাইক্রোবাসে এসে প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
বুধবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল টেক্সটাইল মিলস্ গেটের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত সোনালি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে দিনভর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকাটি থমথমে ছিল।
স্থানীয়রা জানান, ওই ফিলিং স্টেশনটি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মালিকানাধীন। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি মামলায় কারাবাসে আছেন। কে বা কারা আগুন দিয়েছে এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি স্থানীয়রা।
হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফিলিং স্টেশনের প্রকৌশলী আব্দুর রহমান কালবেলাকে বলেন, আমি অফিসে ছিলাম না। কিন্তু অফিস কর্মচারীদের মাধ্যমে জানতে পারি, বুধবার ভোরে একটি মাইক্রোবাসে করে মুখোশ পরা ৮-১০ জন লোক ফিলিং স্টেশনে হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়াও ফিলিং স্টেশনের দরজা-জানালা ও বিভিন্ন সাইনবোর্ডে ভাঙচুর করে তারা।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ কালবেলাকে বলেন, এই ধরনের কোনো অভিযোগ এখনো কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন