রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আখাউড়া স্থলবন্দরে আমদানিতে ধীরগতি, কমছে রাজস্ব

আখাউড়া স্থলবন্দরে অবস্থানরত পণ্যবাহী ট্রাক। ছবি : কালবেলা
আখাউড়া স্থলবন্দরে অবস্থানরত পণ্যবাহী ট্রাক। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর রপ্তানিমুখী হওয়ায় এ বন্দরে রাজস্ব আয়ের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকে না। তবে পণ্য আমদানিতে ধীরগতির কারণে ক্রমাগত কমছে রাজস্ব আয়। এ ছাড়া রপ্তানি বাণিজ্যও কমেছে প্রায় ৫০ শতাংশ। তবে সম্ভাবনাময় এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে উদ্যোগী সরকার।

১৯৯৪ সাল থেকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য চলছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। ভৌগোলিক অবস্থানের ফলে ভারতীয় ব্যবসায়ীরাও এ বন্দর দিয়ে পণ্য আমদানি করে লাভবান। তবে চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর নানা সংকটে পূর্বের চেয়ে প্রায় ৫০ শতাংশ কমে এখন দিনে এক লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। এ ছাড়া দীর্ঘদিন ধরে গতি নেই আমদানি বাণিজ্যেও। ফলে কমছে রাজস্ব। নতুন অর্থবছরেও আশানুরূপ বাণিজ্যও হচ্ছে না বন্দরে।

যদিও আন্তঃদেশীয় বাণিজ্য বাড়াতে বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ৮০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ ছাড়া পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মিত হচ্ছে চারলেনের জাতীয় মহাসড়ক। যার অগ্রগতি ৫০ শতাংশেরও বেশি।

তবে ব্যবসায়ী নেতারা বলছেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বেগবান করতে অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি সবধরনের পণ্য আমদানির সুযোগ দিতে হবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন বলেন, সরকারের নীতিমালার মধ্যে আমরা আটকানো। আমরা চাই সরকার নীতিমালাটা পরিবর্তন করে নিষিদ্ধ পণ্য ছাড়া সকল পণ্য আমদানির অনুমতি দেওয়া হোক। কখন কোন পণ্যের চাহিদা তৈরি হবে, সেটি আগে থেকে বলা যাবে না। সে জন্য সব পণ্য আমদানির অনুমতি প্রয়োজন, যাতে যখন যে পণ্যের চাহিদা থাকবে তখন যেন সে পণ্য আমদানি করা যায়। যদি এ সুযোগটি দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, তেমনি সরকারেরও রাজস্ব বাড়বে। পাশাপাশি আমদানি না হওয়ায় এখন বন্দরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটি কেটে গিয়ে বন্দর আরও চাঙা হবে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাণিজ্য বাড়বে। পাশাপাশি ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত পণ্য আমদানির অনুমোদনের বিষয়টিও দ্রুত সুরাহা হবে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, বলেন, আখাউড়া স্থলবন্দরে প্রায় ৮০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে ওয়্যারহাউজ থাকবে, কোল্ডস্টোর থাকবে আর থাকবে দুটি স্কেল। পাশাপাশি চারলেন মহাসড়ক নির্মাণ হচ্ছে। এই সব কাজ সম্পূর্ণ হলে আশা করছি এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম অনেক বৃদ্ধি পাবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, কয়েক অর্থবছরের আমদানি-রপ্তানি এবং রাজস্ব আয়ের চিত্র ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয় ৬৮০ কোটি ১১ লাখ ৯৯ হাজার ১৭৪ টাকার পণ্য। বিপরীতে আমদানি হয় ২৮৮ কোটি ৪১ লাখ ১৩ হাজার ৪৬৮ টাকার পণ্য। এ থেকে সরকার রাজস্ব পায় ৭ কোটি ৬১ লাখ ৬৯ হাজার ৪১০ টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে ৩৭৬ কোটি ২৩ লাখ ২০ হাজার ৯১১ টাকা। আর আমদানি হয়েছে মাত্র ৬৫ কোটি ৯৩ লাখ ১৫ হাজার ২৮ টাকার পণ্য। যা থেকে রাজস্ব আদায় হয়েছে ৫৫ লাখ ৭৮ হাজার ৬৯৮ টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে রপ্তানি হয়েছে ৬০ কোটি ৩৭ লাখ টাকার পণ্য। আর এ সময়ে আমদানি হয়েছে প্রায় ৭৬ লাখ টাকার পণ্য। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৪৭ লাখ টাকা। বর্তমানে হিমায়িত মাছ, রড, সিমেন্ট ও প্লাস্টিক পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে। আর আমদানি হচ্ছে ভাঙা পাথর, আদা ও পেঁয়াজ।

মূলত বন্দর দিয়ে এখন যেসব পণ্য আমদানির অনুমোদন আছে, তার বেশিরভাগই কম চাহিদা সম্পন্ন। ফলে এগুলো আমদানি করেন না ব্যবসায়ীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমনা জোটের

সিলেট কারাগারেই চিকিৎসা চলছে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের

৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মাহফুজ

রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি

‘সাংবাদিকরা সমাজে মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকেন’

দুর্গাপূজায় সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি : মাহবুবের শামীম

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন জবি

ষড়যন্ত্র বানচালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রিন্স

কার হাতে কত সোনার মজুত?

পিএসসির চাকরির পরীক্ষা নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

১০

যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল

১১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১২

লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু

১৩

কলেজ অধ্যক্ষকে বাঁচাতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৪

প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ কোটি টাকা দেওয়া উচিত : মেজর হাফিজ

১৫

সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ

১৬

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার

১৭

বিএনপি সম্প্রীতির রাজনীতি করে : আমিনুল হক

১৮

আ.লীগ শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে : অ্যাডভোকেট সালাম

১৯

চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বার অংশ নিচ্ছে ওয়ালটন

২০
X