গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় রোববার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন বলেন, ‘কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া গাজীপুরে বিএনপির ডাকা অবরোধ অনেকটা নিরুত্তাপভাবে চলছে। মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও আন্তঃজেলা মিনিবাস ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বেলা বাড়ার সঙ্গে সড়ক-মহাসড়কে বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি। বিপণিবিতান, দোকানপাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এ ছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে রয়েছে বিজিবি।
মন্তব্য করুন