নারায়ণগঞ্জ ও ভোলায় তিনটি বাসে আগুন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের কদমতলী ও সিদ্ধিরগঞ্জে এবং ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী এসব বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ভোলার চরফ্যাশনে বাস টার্মিনাল সংলগ্ন সড়কে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে বাসে আগুন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মাতুয়াইলের তাওয়ান রেস্টুরেন্টের সামনে রজনীগন্ধা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত ১১টা ৪০ মিনিটের দিকে সাইনবোর্ড এলাকায় অনবাবিল পরিহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ১১টা ৫২ মিনিটের দিকে আদমজী ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। এর কিছু সময় পর
উল্লেখ, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথের মোড় ও গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
শনিবার রাত ১০টার পর গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাজধানীর তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।
মন্তব্য করুন