ফিলিস্তিনে ইসরায়েলি কর্তৃক শিশুদের নির্মমভাবে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বিভিন্ন শিশু সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নগরীর বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থী এবং শিশু সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলা কমিটি আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক সেনাংশু কুমার বিশ্বাস, নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক টুনু রানী কর্মকর্তার, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, খেয়ালী গ্রুপ থিয়েটারের সংগঠক অপূর্ব কুমার রায়, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, অধ্যাপক ফাতেমা হেরেন মালা, রাজনৈতিক ব্যক্তিত্ব হিরন কুমার দাস মিঠু প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের জন্য জোর দাবি জানান। পাশাপাশি শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য সকালের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন