নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের শান্তি মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আ.লীগ সাহেবগঞ্জ দলীয় কার্যালয় হতে বের হওয়া এক শান্তি মিছিলে এ ঘটনা ঘটে।
ঘটনার পর উপজেলা আলীগ সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ আত্রাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উপজেলার ভবানীপুর গ্রাম হতে এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দুকে আটক করে থানা পুলিশ।
জানা যায়, ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় উপজেলা আ’লীগ সাহেবগঞ্জ দলীয় কার্যালয় হতে শান্তি মিছিল বের করে আহসানগঞ্জ রেলস্টেশন চত্বর হয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। মিছিলটি স্টেশনের পশ্চিম পার্শ্বে আসামাত্র মিছিলকে লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলের আঘাতে উপজেলা আ.লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আ.লীগ যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন।
ঘটনাস্থলের দোকানদার ও লোকজন জানান, আ.লীগের লোকজন মিছিল নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পর পর তিন বার বিকট শব্দ হলে লোকজন ছুটাছুটি করে বিভিন্ন দিকে পালাতে থাকে।
উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক বলেন, শান্তি মিছিল নিয়ে আহসানগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পার্শ্বে গেলে মিছিলকে লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আমাদের দুজন নেতা আহত হন।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু নামে একজনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের ধরার কাজ চলমান আছে।
মন্তব্য করুন