বিএনপির ডাকা অবরোধের শেষ দিনে কিশোরগঞ্জের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের ডাউকিয়া কাটাবাড়ীয়া মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।
অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন। এ ছাড়াও সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতালে অবরোধের সমর্থনে সংক্ষিপ্ত মিছিল বের করে জেলা ছাত্রদল ও যুবদল।
অবরোধে তেমন কোনো প্রভাব না পড়লেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে চলাচল করছে ছোট ছোট যানবাহন।
মন্তব্য করুন