ঝিনাইদহে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি। এ সময়ে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
দূরপাল্লার ভারি যানবাহন চলাচল বন্ধ থাকলেও আন্তঃজেলা সড়কে বাস ও ট্রাক চলতে দেখা গেছে। পুলিশ, বিজিবি ও র্যাবের কড়া টহলে পিকেটাররা শহরের ধারেকাছেও ভিড়তে পারেনি। তবে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধের খবর দিয়েছে জেলা বিএনপি।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অজ্ঞাত স্থান থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করেন, বুধবার ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের চাঁদপুর বাজার, ঝিনাইদহ-যশোর সড়কের চুটলিয়া ও ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে কর্মসূচি পালনকালে ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন