মাঠের রাজনীতিতে বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ বুধবার (২৫ অক্টোবর) মুন্সীগঞ্জে জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেল শিশু পার্কে কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি।
আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলে একত্রিত হয়ে নিজেদের অবস্থার জানান দিতে হবে। তিনি আরও বলেন, ২৮ তারিখের জনসভা আমরা তো সফল করবই-ঢাকার মহাসমাবেশ সফল করবই, আপনারা আপনাদের নেতাদের নির্দেশে বিপুল সংখ্যক লোক নিয়ে ঢাকায় যাবেন। পাশাপাশি নিজ নিজ এলাকার অপশক্তিকে প্রতিহত করতে হবে। মুন্সীগঞ্জে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি)। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ।
মন্তব্য করুন