বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ আসনের নৌকার মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
রোববার (২২অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সহযোগিতা করেন তিনি।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন শারদীয় দুর্গা পূজামণ্ডপে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন ও যার দলিল সেটি হচ্ছে সংবিধান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি। সনাতন ধর্মালম্বী সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন।’
রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমার দাদা মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম শামসুল হক চৌধুরী ১৯৭০, ১৯৭৩ ও ১৯৭৯ সালে কুড়িগ্রাম-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলের। ১৯৭৭ সালে দেশের ক্রান্তিলগ্নে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আমার দাদা। আবার বাবা নুরুন্নবী চৌধুরী খোকন ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান।’
এলাকার তরুণ প্রজন্মের কাছে শোভন এ আসনে অনেক জনপ্রিয় এবং সর্বস্তরের জনগণের নিকটে উন্নয়ন ও আস্থার প্রতীক। কুড়িগ্রাম-১ আসনে তাকে নৌকার মনোনয়ন দিলে এ আসনটি অজীবন নৌকার আসন হিসেবে বিবেচিত হবে। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে শোভনকে এ আসনের অভিভাবক হিসেবে জনগণের চাওয়া।
মন্তব্য করুন