অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি,সিনেট সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
রোববার (২২ অক্টোবর) মোরেলগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি মোরেলগঞ্জ উপজেলার ১০৪টি পূজামণ্ডপ পরিদর্শন করে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সকল ধর্মকে সমানভাবে মুল্যায়ন করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য জাতিধর্ম নির্বিশেষে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- এইচ এম বদিউজ্জামান সোহাগ, মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের সহসভাপতি, লিয়াকত আলী খান, সহসভাপতি সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাসেল হাওলাদার, সরোয়ার জাহান রনি, মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক, কলেজ ছাত্রলীগ সভাপতি বায়জিদ সম্পাদক, নাইমসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন