গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন নিজ উদ্যোগে নিজস্ব জমিতে তার মায়ের নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। সাঘাটা উপজেলার কামালের পাড়ায় হাসনে আরা বেগমের নামে ১০ শয্যা বিশিষ্ট এ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম খুব শিগরিই চালু হবে।
রোববার (২২ অক্টোবর) সকালে সংসদ সদস্য রিপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মা ও শিশুকল্যাণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়াজনে ফলিয়াদিগর মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রনয় মিশ্রের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহসভাপতি আনায়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড.এসএম সামশুল আরফিন টিটু, সহসভাপতি হায়দার আলী, কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সারা দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নে ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু করেছেন। সেই ধারাবাহিকতায় কামালের পাড়ায় হোসনে আরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হলো। এখন থেকে কামালেরপাড়া ইউনিয়নের সকল মা ও শিশুদের চিকিৎসা সেবা নিতে উপজলা সদর হাসপাতালে যেতে হবে না। বাড়ির কাছেই চিকিৎসা নিতে পারবেন। এ মা ও শিশু কল্যাণ কেন্দ্র উপজেলা পর্যায়ের হাসপাতালের ন্যায় রোগীরা সরকারি সব সুযোগ সুবিধা পাবেন। ’
মন্তব্য করুন